About Us
আসসালামু আলাইকুম
আমি সোহাগ, আমি আমার দেশকে ভালোবাসি 🥰, বাংলা গান পছন্দ করি💞। আমার পছন্দের সব বাংলা ডিজে রিমিক্স গান সংগ্রহ করে রাখতাম ২০১২ থেকেই।☺️
তখন চারিপাশে তখন শুধু হিন্দি গান বাজতো।😤 বাংলা ডিজে গানগুলো ছড়িয়ে দেয়ার জন্য আমি এই সাইটের আগে djsohag.wap.mu নামে wapego তে একটি সাইট খুলেছিলাম, যেটা ২বছর পরই wapego company বন্ধ হয়ে যাবার কারনে আমার সাইটটিও বন্ধ হয়ে যায়।😐
এরসাথে DjSohagRana নামে ইউটিউবে চ্যানেল খুলে কিছু বাংলা ডিজে আপলোড দেই, 18k Subscriber নিয়ে সেটাও কপিরাইটে পড়ে ব্যান হয়ে যায়।😶
বেশ কিছুদিন এসব থেকে নিজেকে দুরে রেখেছি, ভালো লাগতো না।😞
ইদানিং মনে হলো শুধু শুধু গেম আর ফেসবুকে অযথা সময় ব্যয় করি😬 তাই আবার DjSohagRana.Com 🤗এই সাইটটি খুলেছি যাতে হিন্দি ডিজে গানের মতোও বাংলা ডিজে রিমিক্স সহজলভ্য হয়, এতে সবাই হিন্দি গানের বদলে Bangla Dj Remix play করবে 😊।
উল্লেখ সকল গানগুলো বিভিন্নভাবে সংগ্রহ করা। আপনি চাইলেও আপনার ডিজে গান আমার সাইটে আপলোডের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমি কোন ওয়েব ডেভেলপার নই,😐তাই নিজে থেকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি এই সাইটি যাতে খুব সহজে ডাউনলোড করার মতো হয়।🙂