আমার গরুর গাড়িতে লিরিক্স| Amar Gorur Garite Lyrics | আ দিয়ে গান
গানঃ আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও শামিনা চৌধুরী
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবি: আঁখি মিলন
আমার গরুর গাড়িতে বউ সাঁজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাঁজিয়ে (২বার)
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
(যা যা…)
তোমার ভাঙা গাঁড়িতে আমি যাবো না
কারো ঘরের ঘরণী আমি হব না
করবো নাতো কোনো দিনও বিঁয়ে
এ হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আলতা দেবো তিকঁলি দেবো, দেবো সোনার চুঁড়ি
(না না না না…)
আরে, শহর থেকে আনবো কিনে বেনারঁসী শাড়ি
(আরে, না না না…)
গয়না-গাটি চাইনা আমি চাইনা শাঁড়ি চুড়ি
(হেই হেই হেই হেই হেই হেই…)
সবই আমার বাপের বাড়ি আছে ভুরিভুঁরি
(আরে, হেই হেই হেই হেই…)
ভরঁবেনা মন কোনো কিছু দিয়ে
হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আদর দেবো সোহাগ দেবো, দেব ভালোবাসা
(না না না না না না…)
আরে, জীবন দিয়ে করবো পূঁরণ তোমার সকল আশা
(না না না না…)
দিনদুপুরে মনের ঘরে দিও নাগো হানা
(হেই হেই হেই হেই…)
এই সব কথা শোনা পাঁপ গুরুজনের মানা
(আরে, হেই হেই হেই হেই…)
এই, পায়ে ধঁরি চল বাড়ি নিয়ে
যাবো তোমায় শ্বঁশুর বাড়ি নিয়ে
তোমার ভাঙা গাঁড়িতে আমি যাবো না
কারো ঘরের ঘরণী আমি হব না
করবো নাতো কোনো দিনও বিঁয়ে
এ হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
এই, পায়ে ধরি চল বাড়ি নিয়ে
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
এই, পায়ে ধরি চল বাড়ি নিয়ে
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
Some Important Tag For This Song :
amar gorur garite,amar gorur garite lyrics,amar gorur garite 2.0 lyrics,amar gorur garite bangla lyrics,lyrics of amar gorur garite,amar gorur garite lyrics 2020,amar gorur garite bou sajiye,amar gorur garite lyrics in bengali,amar gorur garite 2.0 song lyrics 2020,amar gorur garite bangla lyrics status,amar gorur garite lyrics in bengali video,amar gorur garite lyrics in bengali full song,amar gorur garite lyrics in bengali video gaan,তোমার ভাঙা গাঁড়িতে আমি যাবো না,এই, পায়ে ধরি চল বাড়ি নিয়ে,আমার গরুর গাড়িতে,আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে,আমার গরুর গাড়িতে লিরিক্স,আমার গরুর গাড়িতে,আমার গরুর গাড়ি তে বউ সাজিয়ে লিরিক্স,আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে লিরিক্স,আমার গরুর গাড়িতে ২.০,| আমার গরুর গাড়ীতে,আমার গরুর গাড়িতে তোমাই বউ সাজিয়ে,আমার গরুর গাড়ি তে বউ সাজিয়ে,আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে,amar gorur garite 2.0 আমার গরুর গাড়ীতে,গরুর গাড়ি,গরুর গাড়ি গান,গরুর গাড়ি অ্যান্ড্রু কিশোর গান,হিন্দি গানের লিরিক্স,আধুনিক বাংলা গানের লিরিক্স