ভালো অভিজ্ঞতার জন্য UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'UC Browser' for better Experience.

Onek Sadher Moyna Amar Lyrics |অনেক সাধের ময়না আমার|অ দিয়ে গান

Onek Sadher Moyna Amar Lyrics |অনেক সাধের ময়না আমার|অ দিয়ে গান

Onek sader moyna amar


গানঃ অনেক সাধের ময়না আমার 
গীতিকার,সুরকার, শিল্পীঃ বশীর আহমেদ 



অনেক সাঁধের মঁয়না আমার বাধন কেঁটে যায়
মিছে তারে শিকল দিলাম রাঁঙ্গা দুটি পায়
অনেক সাধের ময়ঁনা আমার বাধন কেঁটে যায়
মিছে তারে শিকল দিলাম রাঁঙ্গা দুটি পায়

আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাঁজে

বলবে না আর মনের কথা মধুর মধুর লা'জে
গাইবে না সে গান আমারই দূঁর আকাশের গায়ে
মিছে তারে শিঁকল দিলাম রাঙ্গা দুটি পায়

আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাঁজে
বলবেনা আর মনের কথা মধুর মধুর লাজে
গাইবেনা সে গান আমারই দূঁর আকাশের গায়ে
মিছে তারে শিকল দিলাম রাঁঙ্গা দুটি পায়


কত সুখের স্বঁপন ছিল দুটি নয়ন ভরে
চিনে ছিলাম দু`জনারে কত আপন করে
মিলন মাঁলা আজ খুলে গো যায় সে চলে যায়

কত সুখের স্বঁপন ছিল দুটি নয়ন ভরে
চিনে ছিলাম দু`জনারে কত আপন করে
মিলন মাঁলা আজ খুলে গো যায় সে চলে যায়



Some Important Tag For This Song :

অনেক সাধের ময়না আমার,অনেক সাধের ময়না আমার,অনেক সাধের ময়না,অনেক সাধের,ময়না আমার,অনেক সাধের ময়না আমার | বশীর আহমেদ,অনেক সাধের ময়না আমার বাধন কেটে যায়,অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায় | বশির আহমেদ,অনেক সাধের ময়না আমার বাধন কেটে যায়,অনেক সাধের ময়না,onek shadher moyna amar | অনেক সাধের ময়না আমার | humayra bashir | etv music,মনির খানের গান,অনেক সাধের ময়না | onek sadher moyna | elias kanchan | movie song | bangla song 2021,সিনেমার গান,বাংলা সিনেমার গান ২০২১,অনেক সাধের ময়না আমার,অনেক সাধের ময়না আমার,অনেক সাধের ময়না আমার | বশীর আহমেদ,অনেক সাধের,ময়না আমার,অনেক সাধের ময়না আমার বাধন কেটে যায়,অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায় | বশির আহমেদ,অনেক সাধের ময়না,অনেক সাধের ময়না আমার বাধন কেটে যায়,অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়,অ‌নেক সা‌ধের ময়না আমার,onek shadher moyna amar | অনেক সাধের ময়না আমার | humayra bashir | etv music,গীতিকার - বশির আহাম্মেদ,

Share This