মেলায় যাইরে লিরিক্স| Melay Jai Re Lyrics | Bangla Song Lyrics
গানঃ মেলায় যাইরে
গায়কঃ আয়ুব বাচ্চু
Album: Melay Jaire
Released Date: 2015
Artist: Feedback XX1st Century
Melay Jai Re Lyrics In Bangla:
জেগেছে বাঙ্গালির ঘরে ঘরে একি মাতন দুলা
জেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতন দুলা
বছর ঘুরে এলো আরেক প্রভাত নিয়ে
ফিরে এলো সুরেরও মঞ্জুরী
পলাশ শিমূল গাছে লেগেছে আগুন
এবুঝি বৈশাখ এলেই শুনিই...
মেলায় যাই রে মেলায় যাই রে
মেলায় যাই রে মেলায় যাই রে ।
বাশন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায় দেখ
মেলায় যাই রে, মেলায় যাই রে
মেলায় যাইরে, মেলায় যাই রে ।
ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাইরে, মেলায় যাই রে
মেলায় যাইরে, মেলায় যাই রে।
জেগেছে রমনীর খুপাতে বেলী ফুলের মালা
ভিনদেশী সুগন্ধী মেখে আজ প্রেমের কথা বলা
রমনা বট মূলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এবুঝি বৈশাখ এলেই বলেই...
মেলায় যাইরে, মেলায় যাই রে
মেলায় যাইরে, মেলায় যাই রে ।
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
মেলায় যাইরে, মেলায় যাই রে
মেলায় যাইরে, মেলায় যাই রে ।
ঐবখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে মেলায় যাই রে
মেলায় যাইরে, মেলায় যাই রে ।
বছর ঘুরে এলো আরেক প্রভাত নিয়ে
ফিরে এলো সুরেরও মঞ্জুরী
পলাশ শিমূল গাছে লেগেছে আগুন
এবুঝি বৈশাখ এলেই শুনি
মেলায় যাই রে, মেলায় যাই রে
মেলায় যাই র , মেলায় যাই রে ।
বাসন্তই রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
মেলাই যাই রে, মেলায় যাই রে
মেলায় যাই রে, মেলাই যাই রে ।
বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে, মেলাই যাই রে
মেলায় যাইরে, মেলাই যাই রে ।
মেলায় যাইরে লিরিক্স – Melay Jai Re (Feedback XX1st Century) গানের বিস্তারিত :
"মেলায় যাইরে" গানটি বাংলা নববর্ষের জনপ্রিয় গান, যা মানুষ আনন্দ উদযাপনে গেয়ে থাকেন। গানটির স্রষ্টা মাকসুদ এই গানটি ১৯৮৭ সালের শেষ দিকে তৈরি করেন, এবং প্রথম প্রকাশ পায় ১৯৯০ সালে।
গানটি তৈরির সময় অনেক পরিবর্তন এবং সময় ব্যয় হয়েছিল, এবং এটি বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মাকসুদ এবং ফিডব্যাক ব্যান্ড এই গানটি নতুন আঙ্গিকে পুনরায় তৈরি করেছেন, এবং সনি মিউজিক এই গানটি বিশ্বব্যাপী প্রকাশের উদ্যোগ নিয়েছে।
গানটির মেধাস্বত্ব রক্ষার জন্য এবং শ্রোতাদের কাছে নতুন ভাবে উপস্থাপনের লক্ষ্যে এই পুনরায় তৈরি করা হয়েছে।
Some Important Tag For This Song :
মেলায় যাইরে গান,মেলায় যাইরে,চল মেলায় যাইরে,মেলায় যাইরে গান ডিজে,melay jaire [মেলায় যাইরে],মেলায় যাইরে - মাকসুদ,মেলায় যাব,মেলায় যাইরে... melay jaire,দোলা দে রে পাগলা লিরিক্স,মেলাতে নিয়া যাও,তোমার বাড়ির রঙের মেলায়,তোমার বাড়ির রঙের মেলায়,যাইরে যায় কন্যা যায়,তোমার বাড়ীর রঙের মেলায়,তোমার বাড়ির রঙের মেলায় | বাপ্পা মজুমদার,তোমার বাড়ির রঙের মেলায়,তোমার বাড়ির রঙ্গের মেলায়,তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ,মেলায় যাইরে,melay jaire,melay jaire lyrics,melay jaire maksud,melay jaire karaoke,melai jaire,melay jaire song,melay jaire chords,melay jaire by feedback,melay jaire boishakhi songs,melay jaire maksud mp3 download,melay jaire boishakhi songs by maksud,melay jaire by maksud mp3 free download,melay jai re,melay jaire mp3,melay jairey,melay jaire bois,chol melay jaire,melay jaire remix,melay jaire melay jaire,melay jaire feedback,feedback melay jaireমেলায় যাইরে,মেলায় যাইরে গান,মেলায় যাইরে গান ডিজে,মেলায় যাইরে গান মাকসুদ,মেলায় যাইরে গান শফিকুল,চল মেলায় যাইরে,মেলায় যাইরে dj song,মেলায় যাইরে কারাওকে,মেলায় যাইরে মেলায় যাইরে,মেলায় যাইরে... melay jaire,চল মেলায় যাইরে,melay jaire [মেলায় যাইরে],মেলায় যাইরে - মাকসুদ,মেলায় যাইরে মেলায় যাইরে,যেভাবে তৈরি হল 'মেলায় যাইরে' গানটি,মেলায় যাব,মেলায় যাই রে,চ্যানেল আই গানের রাজা,ইচ্ছে গানের দুপুর,গানের রাজা,