গেয়েছেন- মনির খান
তুমি কার লাগিয়া...
তুমি কার লাগিয়া গাঁথরে সঁখি বকুল ফুলের মালা (২)
নিশি রাতে কুঞ্জ বনে (২) আসবে কৃষণ কাঁলা
তুমি কার লাগিয়া...
তুমি কার লাগিয়া গাঁথরে সঁখি বকুল ফুলের মালা (২)
কৃষ্ণ তুমার রাখাল বেশে বাঁজায় বাঁশের বাঁশি
সুঁরে সুঁরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তুমায় ভালবাসি (x২)
সে যে ইচ্ছে করে রাত দুপুরে (২) বাড়ায় বুকের জ্বালা
তুমি কার লাগিয়া..
তুমি কার লাগিয়া গাঁথরে সঁখি বকুল ফুলের মালা (২)
ঘরে তোমার মন বসেনা মন যে হয় উদাসী
দেখা হলে বলও তারে করতে চরণ-দাসী (x২)
তারে বারণ করো বিনয় করে (২) খেলতে নিঠুর খেলা
তুমি কার লাগিয়া..
তুমি কার লাগিয়া গাঁথরে সঁখি বকুল ফুলের মালা (২)
নিশি রাতে কুঞ্জ বনে (২) আসবে কি শ্যাম কাঁলা
তুমি কার লাগিয়া...
তুমি কার লাগিয়া গাঁথরে সঁখি বকুল ফুলের মালা (২)