ভালো অভিজ্ঞতার জন্য UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'UC Browser' for better Experience.

পর জন‌মে আমার‌রি ম‌তো রাধা হই‌য়ো তু‌মি প্রিয়া লি‌রিক | Porojonome Amari Moto Radha Hoiyo Basudeb Baul Lyric

Basudeb baul porojonome lyric


 গে‌য়ে‌ছেনঃ বাসু‌দেব বাউল


কা‌দি‌য়ে তো শ‌্যাম তুম‌ি,কিা‌দি‌বে তেম‌নি

আইজ কাদি‌বো না আম‌ি

ক‌ঠিনও পাষানওহিয়া  আ‌মি

তুম‌ি পরজন‌মে হই‌য়ো রাধা

রাধা গো, পরজন‌মে হই‌য়ো রাধা


পরজন‌মে আমার‌রি ম‌তো 

রাধা হই‌য়ো তু‌মি প্রিয়া

রাধা গো, পরজন‌মে হই‌য়ো রাধা


-------------------------------------


বু‌ঝি‌বে যখন নারীরও কি বেদন (২)

রাধার পরা‌নে কতই বেথ‌্যা

পরজন‌মে হই‌য়ো রাধা

রাধা গো, পরজন‌মে হই‌য়ো রাধা


--------------------------------


কা‌দি‌য়ো কা‌দি‌য়ো আমার‌ি ম‌তন তুম‌ি কা‌দি‌য়ো

কৃষ কৃষ নাম বদ‌নে ব‌লিও

বু‌কে নিও দুঃ‌খেরই চিতা

পরজন‌মে হই‌য়ো রাধা

রাধা গো, পরজন‌মে হই‌য়ো রাধা


--------------------------------------


ধাই‌য়ো ধাই‌য়ো যমুনা‌রি কো‌লে তুম‌ি ধাই‌য়ো

বিরহ কুসু‌মের মালা নির‌বে গা‌থিও (x)

না মা‌নিও নন‌দি‌নির বাধা

পরজন‌মে হই‌য়ো রাধা

রাধা গো, পরজন‌মে হই‌য়ো রাধা


-----------------------------------------


তুম‌া‌রি বা‌শি‌ঁটি , আমা‌রি বীনাটি (২) 

একই শু‌রে সাধা

পরজন‌মে হই‌য়ো রাধা

রাধা পরজন‌মে হই‌য়ো রাধা


--------------------------------------


শ‌্যমরায়....শ‌্যমরায়...শ‌্যমরায়...শ‌্যমরায়...

তুম‌া‌রি চর‌নে‌, মিনারও পরা‌ন

জন‌মে মর‌নে স‌হি বাধা

পরজন‌মে হই‌য়ো রাধা

রাধা গো, পরজন‌মে হই‌য়ো রাধা

পরজন‌মে আমার‌রি ম‌তো 

রাধা হই‌য়ো তু‌মি প্রিয়া

রাধা গো, পরজন‌মে হই‌য়ো রাধা... (৩)



Share This