গেয়েছেন: জলের গান
পরের জায়গা পরের জমি
ঘর বানায়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই (২)
সেই ঘরখানা যার জমিদারী
আমি পাই না তাহার হুকুমদারি
আমি পাই না জমিদারের দেখা
মনের দুঃখ কারে কই (৩)
আমি তো সেই ঘরের মালিক নই
পরের জায়গা পরের জমি
ঘর বানায়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই
জমিদারের ইচ্ছা-িমত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে নারে
দুঃখ বারো মাস (২)
আমি খাজনাপাতী সবই দিলাম
তবুও জমিন আমার হয় যে নীলাম
আমি চলি যে তার মন জোগাইয়া
দাখিলায় মেলে না সই (২)
আমি তো সেই ঘরের মালিক নই
পরের জায়গা পরের জমি
ঘর বানায়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই