গেয়েছেন- শিরিন
রসিক দিলকা জ্বালা ,ওই লাল কুতার্ওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা (২)
বাবড়ি কাটা তার চুলের বাহার
মুচকি হাঁসি, হাসি মুখটা যে তার (২)
বাবড়ী চুলওয়ালা ও লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা (২)
রসিক দিলকা জ্বালা ,ওই লাল কুর্তাওয়ালা
দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা
----------------------------------
বন্ধু যদি আমার ভ্রমর হইত
মনেরি বাগানে সে যে মধু খাইতো (২)
এতো প্রেমের খেলা, ও লাল কুর্তাওয়ালা
দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা (২)
রসিক দিলকা জ্বালা ,ওই লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা
--------------------------------
মাইনষে বলে তারে কাঁলা রে কালা
আমার কাছে লাগে কত্ত যে ভালা (x২)
কালা গলার মালা, ও লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা (২)
রসিক দিলকা জ্বালা ,ওই লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা (৩)