গেয়েছেন : কৌশিক ও নগর সংকীর্তন
Original Singer: Fakir Alamgir
Release Date: 2016
ঘরি দেখতে যদি হয় বাসনা চইলা যাও গুরুর কাছে
যে ঘরি তৈয়ার করে সে লুকায় ঘরির ভিতরে
লুকায় ঘরির ভিতরে
মেকার যদি হইতাম আমি
ঘরির জুয়েল পাল্টাইতাম
মেকার যদি হইতাম আমি
ঘরির জুয়েল পাল্টাইতাম
জ্ঞান নয়ন খুলিয়া যাইতো
দেখতে পাইতাম চুঁখের সামনে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি (২)
একখান চাবি মাইরা
ও একখান চাবি মাইরা
দিছে ছাইরা চাবি মাইরা
দিছে ছাইড়া জনম ভইরা চলতে আছে
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
------------------------------------
মাটির একখান কেস বানাইয়া
মেশিঁন দিছে তার ভিতর
রং বে-রংয়ের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর
দেখতে ঘড়ি কি সুন্দর (২x)
দেহঘড়ি চৌদ্দতলা
তার ভিতরে দশটি নালা (২)
নয়টি খোলা একটি বন্ধ
গোপন একটি তালা আছে
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররি বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
-----------------------------------
ঘড়ির হেয়ার স্প্রিং জেবড়া কেচিং
লিভার হইলো কলিজায়
ছয় তার বলে আজব কলে
দিবানিশি প্রেম খেলায়
দিবানিশি প্রেম খেলায় (x২)
তিন পাটে তার গড়ন সারা
বয়লারের মেশিনের ঘোড়া (২)
তিনশ ষাটটি ইশকুরুপ মারা
ষোলজন পহরি আছে।
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।
মন আমার দেহ ঘড়ি
-----------------------------------
এমন সাধ্য কার আছে ভাই
এ ঘড়ি তৈয়ার করে
যে ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে
লুকায় ঘড়ির ভিতরে (x২)
তিন কাটা বার জুয়েলে
মিনিট কাটা হইলো দিলে (২)
ঘন্টার কাটা হয় আক্কেলে
মনটারে তুই চিনে নিলে
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
একখান চাবি মাইরা
ও একখান চাবি মাইরা
দিছে ছাইড়া চাবি মাইরা
দিছে ছাইরা জনম ভইরা চলতে আছে
মন আমার দেহ ঘড়ি
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি...