ভালো অভিজ্ঞতার জন্য Opera Mini/UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'Opera Mini' or 'UC Browser' for better Experience.

কেন এলে না আমার ঝরে আঁখি জল লি‌রিক | Keno Elena Amar Jhore Akhi Jol Lyric


 গে‌য়ে‌ছেন - Animes Roy



কেন এলে না..

ও আমার ঝরে আঁখি জল..

কেমন আছে রাধা বল?

আমার কাঁদে কৃষ্ণমন (x২)


শ্রাবণ শ্রাবণ ধারায়

নদী বহে যায় রে

আষাঢ় বাদল নামে

তোমার উসিলায় রে (x২)


কত দিন যে আইলো গেল (২)

তুমি আইলা না


কেমন আছে রাধা বল?

আমার কাঁদে কৃষ্ণমন (x২)


কেঁদে কি আর ভে‌জে মা‌টি

বিনা র্বষ‌নে সনে (২)


প্রণয় কি হয় রে রাধা

যদি না লয় মনে

তোমার লাগিয়া র‌ে রাধা (২)

ঘুরলাম কত লোকালয়


কেমন আছে রাধা বল?

আমার কাঁদে কৃষ্ণমন (x২)


কেন এলে না..

ও আমার ঝরে আঁখি জল..

কেমন আছে রাধা বল?



Share This