গেয়েছেন - Saif Zohan
কারে দেখাবো, মনের দুঃখ গো, আমি বুক ছিরিয়া
অন্তরে তুষেরিই অনল , জ্বলে গইয়া গইয়া (x২)
ঘর বাঁধলাম, প্রাণবন্ধের সনে, কত কথা, ছিল মনে গো (২)
ভাঙ্গিল আদরের জোড়া (২)
কোন জন বাদী হইয়া
জ্বলে রইয়া রইয়া
কারে দেখাবো, মনের দু:খ গো, আমি বুক ছিরিয়া
অন্তরে, তুষেরিই অনল, জ্বলে গইয়া গইয়া
কথা ছিল, সঙ্গে নিব.. আমায়, সঙ্গে আমায়, নাহি নিল গো (২)
রাধারমণ ভবে রইল জিতে মরা হইয়া (২)
জ্বলে রইয়া রইয়া
কারে দেখাবো, মনের দুঃখ গো, আমি বুক ছিরিয়া
অন্তরে, তুষেরই অনল, জ্বলে গইয়া গইয়া
ক্যারে দেখাবো ম..নের দুঃখ...
অন্ত...রে তুশরি আগুন জ্বলে... রইয়া রইয়া