গেয়েছেন- কৃষ্ণকলি
সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলাম দ্বারে
যাও পাখি বল তারে, সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে..
বুকের ভেতর নুনা ব্যাথা, চোঁখে আমার ঝরে কথা
এপার ওপার তোল পার একা
যাও পাঁখি বলো তারে সে যেন ভোলে না মোরে
সুঁখে থেকো ভালো থেক মনে রেখো এ আমারে ..
মেঘের ওপর আকাশ ওঁড়ে, নদীর ওপার পাঁখির বাসা,
মনে বন্ধু বড় আসা
------------------------------------------------
মেঘের ওপর আকাশ ওঁড়ে, নদীর ওপার পাঁখির বাসা,
মনে বন্ধু বড় আসা
যাও পাখি যারে উড়ে, তারে কইয়ো আমার হয়ে,
চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে,
যাও পাঁখি বলো তারে, সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেক, মনে রেখো এ আমারে
-------------------------------------------
সোনার পালঁঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাঁখি বলো তারে, সে যেন ভোলে না মোরে
সু^খে থেকো ভালো থেকে, মনে রেখো এ আমারে..