ভালো অভিজ্ঞতার জন্য UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'UC Browser' for better Experience.

দিলোনা দিলোনা নিলো মন দিলো না লি‌রিক | Dilo Na Dilo Na Nilo Mon Dilona Lyric Bangla

dilona dilona bangla dj song,dilona dilona piano lyrics

গে‌য়ে‌ছেন- Folk Heaven



দিলো-না দিলো-না নিলো মন দিলো না

এত যে নিঠুঁর বন্ধু জানা ছিলো নাগো (x২)

আমি যারে বাসি-ভালো কাজঁলের চেয়ে কালো (২)

হয় না যে তার তুলনা

এত যে নিঠুঁর বন্ধু জানা ছিলো না-গো (x২)


চু-ল কালো আঁখি কালো কাঁজল কালো আরো

কাজঁলের চেয়ে কালো কী আ‌ছে বল (x২)

আমি যারে বাসি-ভালো কাজঁলের চেয়ে কালো (২)

হয় না যে তার তুলনা

এত যে নিঠুঁর বন্ধু জানা ছিলো নাগো (x২)


বঁক সাদা দুধ সাদা সাদা কাশ-ফুল

কাশঁ-ফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল (x২)

আমার বন্ধুর প্রেমের ফুল দাগা, কাশঁ-ফুলের চেয়ে সাদা (২)

আমার ভাগ্যে হলো-না

এত যে নিঁঠুর বন্ধু জানা ছিলো না-গো (x২)


বন্ধু‌ রে..বন্ধু‌-রে.বন্ধু‌ রে..বন্ধু‌রে...



Share This