ভালো অভিজ্ঞতার জন্য Opera Mini/UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'Opera Mini' or 'UC Browser' for better Experience.

শোঁয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি লি‌রিক | Chua Chan Pakhi by Bari Siddiki Lyric

chua chan pakhi bari siddiki lyric bangla


গে‌য়ে‌ছেন-  বারী সিদ্দিকী



 শোঁয়াচান পাখি আমার, শোঁয়াচান পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি (২)


তুমি আমি জনম ভরা, ছিলাম মাখাঁমাখি (২)

আজ কেন হইলে নীরব.. মেলো দুটি আঁখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি


------------------------------


বুলবুলি আর তোঁতা ময়না, কত নামে ডাকি

তোরে 

কত নামে ডাকি

শিঁকল ভেঙ্গে চলে গেলে.. কারে লইয়া থাকি 

রে পা‌ঁখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি


----------------------------------


তোমার আমার এই পিরিতি, চর্ন্দ্র সূর্য্য সাক্ষী... (২)

হঠাৎ করে চলে গেলে

বুঝলাম না চালাকিরে পাঁখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।


শোঁয়াচান পাখি আমার, শোঁয়াচান পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি...



Share This