গেয়েছেন- সাবিনা ইয়াসমিন
বনমালি তুমি পর জনমে হইও রাধা
আমি মরিয়া হইয়িবো শ্রীনন্দের নন্দন
তোমারে বানাবো আধা...
বনমালি তুমি পর জনমে হইও রাধা
তুমি আমারই মতও জ্বলিও জ্বলিও
বিরহ কৃষ্ণ নাম গলেতে পড়িও
তুমি যাইয়ো যমুনার ঘাটে
না মানি ননদিনির মানা...
বনমালি তুমি পরও জনমে হইও রাধা
তুমি আমারই মতন কান্দিও কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নামে বদনে জপিও
তুমি বুঝিবে তখন নারীর বেদন
রাঁধার প্রাণে কত ব্যথা
বনমালি তুমি পর জনমে হইও রাধা...