ভালো অভিজ্ঞতার জন্য UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'UC Browser' for better Experience.

বন্ধু তুর লাইগা রে আমার তনু জর জর লি‌রিক | Bondhu Tor Laiga Re Amar Mono Joro Jor Lyric

Bondhu Tor Laiga Re lyric

গে‌য়ে‌ছেন - Habib ft Kaya



 বন্ধু তুর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে

আমার তনু জড় জড়, মনে লয় ছাড়িয়ারে যাইতাম

থুয়া বাড়ি ঘর বন্ধু তুর লাইগা রে

বন্ধু তুর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে (x২)


বট বৃক্ষের তলাই গেলাম, ছাঁয়া পাইবার আশে (২)

তাল ভাঙ্গিয়া রৌদ্র লা‌গে আপন কর্মদোষে (২)

বন্ধু তুর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে

আমার তনু জড় জড়, মনে লয় ছাড়িয়ারে যাইতাম

থুয়া বাড়ি ঘর বন্ধু তুর লাইগা রে

বন্ধু তুর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে 


অরণ্য জঙ্গলার মাঝে, আমার একখান ঘর (২)

ভাইও নাই বান্ধঁবও নাই কে লইবো খবর হায়রে (২)

বন্ধু তুর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে

আমার তনু জড় জড়, মনে লয় ছাড়িয়ারে যাইতাম

থুয়া বাড়ি ঘর বন্ধু তুর লাইগা রে

বন্ধু তুর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে 


পাগলও শাহ নূরে ব‌লে নদীর ঘা‌টে বইয়া (২)

পাড় হইমু পাড় হইমু বইলা দিনতো যায়  গইয়া হায়রে (২)

বন্ধু তুর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে

আমার তনু জড় জড়, মনে লয় ছাড়িয়ারে যাইতাম

থুয়া বাড়ি ঘর বন্ধু তুর লাইগা রে

বন্ধু তুর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে 


মনে লয় ছাড়িয়ারে যাইতাম

থুয়া বাড়ি ঘর বন্ধু তুর লাইগা রে

বন্ধু তুর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে 



Share This