গেয়েছেন- Baul Sukumar
বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে
বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে
বলেছিলে গো ভালবাসি গো
আজ কেন গো এমনও হল (২)
এমনও হল এমনও হল
বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে
ভালবাসা কভু না অপরাধ
তাই নিয়ে গো, কেন প্রতীবাদ (২)
কেন প্রতীবাদ, কেন প্রতীবাদ
বলব না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে
ভালবাসা তে যে পেয়েছি আঁঘাত
সেই অনল দেহে জ্বলে বারমাস (২)
বাউলের অন্তরে, বাউলের অন্তরে
বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে
বলবো না গো আর কোনদিন
ভালবাস তুমি মোরে