ভালো অভিজ্ঞতার জন্য Opera Mini/UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'Opera Mini' or 'UC Browser' for better Experience.

বকুল ফুল বকুল ফুল লি‌রিক | Bokol Ful Bokol Ful Lyric Bangla

bokol ful bokol ful lyric


গেয়ে‌ছেনঃ Chanchal Chowdhory



বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কেনে বান্ধায়লী

শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে

যার সাথে যার ভালোবাসা (২)

সেই তো মজা লোটে লো


বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কেনে বান্ধায়লী



শাওন ও ভাদ্র মাসে

জামাই আদর করে লো জামাই আদর করে

ইচ্ছে জামাই করবো আদর (২)

দানা তো নাই ঘরে লো


বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কেনে বান্ধায়লী



আমার জামাই ধান ভায়

হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে

সোনা দেহে ঘাম ঝরে (২)

দুঃখে পরান ফাটে লো


বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কেনে বান্ধায়লী



Share This