গেয়েছেনঃ Chanchal Chowdhory
বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কেনে বান্ধায়লী
শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে
যার সাথে যার ভালোবাসা (২)
সেই তো মজা লোটে লো
বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কেনে বান্ধায়লী
শাওন ও ভাদ্র মাসে
জামাই আদর করে লো জামাই আদর করে
ইচ্ছে জামাই করবো আদর (২)
দানা তো নাই ঘরে লো
বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কেনে বান্ধায়লী
আমার জামাই ধান ভায়
হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে
সোনা দেহে ঘাম ঝরে (২)
দুঃখে পরান ফাটে লো
বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কেনে বান্ধায়লী