ভালো অভিজ্ঞতার জন্য Opera Mini/UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'Opera Mini' or 'UC Browser' for better Experience.

আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে লি‌রিক | Amay Vasaili Re Lyric Bangla

runa layla amay vasaili re

 গে‌য়ে‌ছেন - রুনা লায়লা



আমায় ডূবাইলি রে, আমায় ভাসাইলি রে

অকুল দরিয়ার কোনো কূল নাই রে (২)

কূল নাই কিনার নাই

নাই গো দরিয়ার পারে।

আরে সাবধানে চালাইও মাঝি

আমার ভাঙ্গা তরী রে (২)


আমায় ডূবাইলি রে, আমায় ভাসাইলি রে

অকুল দরিয়ার কোনো কূল নাই রে (২)


পানসা জলে সাঁই ভাসায়ে সাগরেরও বানে (২)

আমি জীবনের ভেলা ভাসাইলাম (২)

কেউ না তা জানে রে


আমায় ডূবাইলি রে, আমায় ভাসাইলি রে

অকুল দরিয়ার কোনো কূল নাই রে (২)


আসমান চা‌হে দ‌রিয়ার পা‌নে, দ‌রিয়া আসমান পা‌নে (২)

আ‌রে লহ্ম‌্য বছর পার হই‌লো (২)

কেউ না তা জা‌নে রে..

আমায় ডূবাইলি রে, আমায় ভাসাইলি রে

অকুল দরিয়ার কোনো কূল নাই রে (২)


কুল নাই সিমা নাই নাই‌কো দ‌ড়িয়ার পা‌ড়ি

‌দিবসও নি‌শি‌তে ডা‌কে দিয়া হাতছা‌নি রে

অকুল দরিয়ার কোনো কূল নাই রে


আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে

অকূল দরিয়ার কোনো কূল নাই রে (x২)



Share This