ভালো অভিজ্ঞতার জন্য Opera Mini/UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'Opera Mini' or 'UC Browser' for better Experience.

আমায় এত দুঃখ দিলি বন্ধুরে লি‌রিক | Amay Ato Dokkho Dili Bondhu Re Lyric

Amay Ato Dokkho Dili Bondhu Re Lyric

গে‌য়ে‌ছেন- আয়ুব শাহ‌রিয়ার 



আমায়, এত দু:খ দিলি বন্ধুরে

বন্ধু.. আমি তোর পিরিতের দেওয়ানা রে দেওয়ানা

মন জানে আর কেউ জানে না (২)


প্রাণ বন্ধু রে ..

তোমায় পাব বলে ইহ জনম যায় বিফলে

প্রেমও ফাঁসি লইয়া গলে হইলো কি যন্তনা

আমার কলিজা হইয়ারে ছিঁদ্র রে বন্ধু (২)

তুর লগ‌নে ছাড়‌লো না রে ছাড়‌লো না


মন জা‌নে আর কেউ জা‌নে না

আমায় এত দু:খ দিলি বন্ধুরে

বন্ধু.. আমি তোর পিরিতের দেওয়ানা রে দেওয়ানা

মন জানে আর কেউ জানে না


ও বন্ধু রে ..

কাঁদাইলি নির-বধি, ভাসাইলি অকুল নদী

জঁন্ম হইতে আইজ বুঝি তোমায় আমি পাইলাম না (x2)

যে যাহারে ভালবাসে রে বন্ধু (২)

ব্যবহারে যায় চেনা রে, যায় জানা


মন জানে আর কেউ জানে না 

আমায় এত দু:খ দিলি বন্ধুরে

বন্ধু.. আমি তোর পিরিতের দেওয়ানা রে দেওয়ানা


প্রাণ বন্ধু রে ..

কা‌ষ্টে লোহায় পিরিত করে, নৌকারে সাজাইয়া গো পরে

দুইয়ে মিলে যুক্তি করে, শুকনাতে থাকবে না (২)

এখন.. জলের তরে ভাসে পিরিত রে বন্ধু

জল ছাড়া কেউ বাচে নারে, বাচে না


মন জানে আর কেউ জানে না 

আমায় এত দু:খ দিলি বন্ধুরে

বন্ধু.. আমি তোর পিরিতের দেওয়ানা রে দেওয়ানা



Share This