গেয়েছেন- মুজিব পরদেশী
আমার সোণা বন্ধু রে.. তুমি কোথায় রইলা রে..
দিনে রাইতে তুমায় আমি খুঁইজা মরি রে.. (x২)
প্রথম দেখার কালে বন্ধু..কথা দিয়েছিলে, (২)
ভুলিবে না মোরে এ জীবন গেলে (২)
যদি না পাই তোমারে আমার জীবনের তরে (২)
সোনার জীবন আঙ্গার হইবে (২)
তোমার লাইগা রে..
আমার সোনা বন্ধুরে.. তুমি কোথায় রইলা রে..(২)
ভুলতে পার বন্ধু তুমি আমি ভুলি নাই.. (২)
পর কালে যেন বন্ধু
মরন কালে যেন বন্ধু একবার তোমায় পাই (২)
যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে (২)
তখন কিন্তু বলব আমি, (২) প্রেম কিছুই না রে..
আমার সোনা বন্ধুরে.. তুমি কোথায় রইলা রে..
প্রথম দেখার কালে বন্ধু..কথা দিয়েছিলে, (২)
ভুলিবে না মোরে এ জীবন গেলে (২)
যদি না পাই তোমারে আমার জীবনের তরে (২)
সোনার জীবন আঙ্গার হইবে (২)
তোমার লাইগা রে..
আমার সোনা বন্ধুরে.. তুমি কোথায় রইলা রে..(২)
দিনে রাইতে তুমায় আমি খুইজা মরি রে...