-হাববি ft কায়া
মারিয়া ভুজঙ্গতীর, কলিজা করিল চৌচির
কেমনে শিকারী তীর মারিল গো..
বিষ মাখাঈয়া তীরের মুখে , মারিল তীর আমার বুকে
দেহ থুইয়া প্রাণটি লইয়া গেল যায়...
আমার অন্তরায় আমার কলিজায় (৩)
প্রেমও সিল বিন্ধীলো বুকে মরি হায় হায়
আমার অন্তরায় আমার কলিজায় (২)...
নতুন ও যৌবনও বেলা, আমারে পাইয়া অবলা
প্রেম শিখাইয়া কেন ছেড়ে গেল গো ও
জ্বালাইলে যে প্রেরে আগুন জ্বল দিলে বাড়ে দ্বিগুণ
এখন আমি কি করি উপায়...
আমার অন্তরায় ,আমার কলিজায় (২)
ইট কমলা ইট বানাইয়া , এক জায়গা ভাটা সাজাইয়া
ভিতরে আগুন জ্বালাইয়া দিল গো
ভিতরে পুড়িয়া সারা, মাটি হইয়া যায় আঙ্গারা
কেন এমন দশা হলই আমারও বেলায়...
আমার অন্তরায়, আমার কলি-জায় (২)