ভালো অভিজ্ঞতার জন্য UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'UC Browser' for better Experience.

আমার অন্তরায় আমার কলিজায় লি‌রিক | Amar Ontoray Amar Kolijay Lyric

kaya amar ontoray amar kolizay lyric

-হাব‌বি ft কায়া



মারিয়া ভুজঙ্গতীর, কলিজা করিল চৌচির

কেমনে শিকারী তীর মারিল গো..

বিষ মাখাঈয়া তীরের মুখে ,  মারিল তীর আমার বুকে

দেহ থুইয়া প্রাণটি লইয়া গেল যায়...

আমার অন্তরায় আমার কলিজায় (৩)


প্রেমও সিল বিন্ধী‌লো বু‌কে ম‌রি হায় হায়

আমার অন্তরায় আমার কলিজায় (২)...


নতুন ও যৌবনও বেলা, আমারে পাইয়া অবলা

প্রেম শিখাইয়া কেন ছেড়ে গেল গো ও

জ্বালাইলে য‌ে  প্রেরে আগুন জ্বল দিলে বাড়ে দ্বিগুণ

এখন আম‌ি কি ক‌রি উপায়...

আমার অন্তরায় ,আমার কলিজায় (২)


ইট কমলা ইট বানাইয়া , এক জায়গা ভাটা সাজাইয়া

ভিতরে আগুন জ্বালাইয়া দিল গো

ভিত‌রে পু‌ড়িয়া সারা, মাটি হইয়া যায় আঙ্গারা

কেন এমন দশা হলই আমারও বেলায়...

আমার অন্তরায়, আমার কলি-জায় (২)




Share This