ভালো অভিজ্ঞতার জন্য UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'UC Browser' for better Experience.

আমার মন্দ স্বভাব, জেনেও তুমি লি‌রিক | Amar Mondo Sovab -Bari Sidiki Lyric Bangla

 

Amar mondo sovab lyric



আমার মন্দ.. স্বভাব, জেনেও তুমি..

কেন চাইলে আমারে..

এত ভালো হয়কি মানুষ..

নিজের.. ক্ষতি করে  (x২)


আমি তো পারি শুধু.. যন্ত্রণা দিতে..

তবু তুমি কেনো থাকো 

এই মানুষের সঙ্গে

অনাদরে থেকেও তুমি অ.. অনাদ‌রে থে‌কে‌ও তু‌মি

রাখো আমায় যতন করে


এত ভালো হয় কি মানুষ

নিজের ক্ষতি করে (x২)


আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে... (২)

তবু তুমি আশা করো ভালো কিছু পেতে.. 

অবহেলা পেয়েও তুমি, অ.. অবহেলা পেয়েও তুমি

কেনো চাও যে আপন করে


এত ভালো হয় কি মানুষ,

নিজের ক্ষতি করে (x২)


আমার মন্দ স্বভাব , জেনেও তুমি,

কেনো চাইলে আমারে।


এত ভালো হয় কি মানুষ,

নিজের ক্ষতি করে (x২)



গে‌য়ে‌ছেন- বারী সিদ্দিকী



Share This