ভালো অভিজ্ঞতার জন্য Opera Mini/UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'Opera Mini' or 'UC Browser' for better Experience.

আমার মন মজাইয়া রে লি‌রিক - আব্দুল ক‌রিম | Amar Mon Mojaiya Re Song Lyric by Abdul Karim


habib ft kaya amar mon mojaiya re lyrical song

‌গে‌য়ে‌ছেন- Habib ft Kaya



আমার মন মজাইয়ারে

দিল মজাইয়া মুর্শিদ

নিজের দেশে যাও (২)


ও মুর্শিদ ওহ …

একে আমার ভাঙা ঘর

তার উপরে লরে চর

কখন জানি সেই ঘর ভাইংগা পড়ে রে...

আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে (২)

বাজার লুটিয়া নিলো চোরায় রে


আমার মন মজাইয়া রে

দিল মজাইয়া, মুর্শিদ

নিজের দেশে যাও।


ও মুর্শিদ ওহ ..

একে আমার ভাংগা নাও

তার উপরে তুঁফান বাও

পলকে পলকে উ‌ঠে পানি রে

কইয়ো দয়ালের ঠাঁই, এ তরীর ভরসা নাই (২)

রাহুর দরিয়া দিতে পাড়ি রে


আমার মন মজাইয়া রে

দিল মজাইয়া, মুর্শিদ

নিজের দেশে যাও।



Share This