ভালো অভিজ্ঞতার জন্য UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'UC Browser' for better Experience.

আমার কাংখের কলসি গিয়াছে ভাসি | Amar Khakher Kolosi Gelo Re Vasi Song Lyric Bangla

Amar kangkher kolosi gelo re vasi song liric


গে‌য়ে‌ছেন -বাউল নরাত্তম


ও... মা‌ঝি রে.. মা‌ঝি রে মা‌ঝি রে. .


আমার কাঁখের কলসি গিয়াছে ভাসি

মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে

মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া 


ধীরে ধী‌রে ও‌রে মা‌ঝি সাগর  হইতে পাড়

তবে কি আর কলসী খানা ভা‌সি ত  আমার

আমার সহে না দেরী, আমি উপায় কি করি

গৃহে যাবার সময় গেল বইয়ারে

মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া 


এবার যদি ঢেউ লাগিয়া কলসী হয় রে তল

মাঝিরে তোর দেশে যাওয়া হইবেরে বিফল।

কাঙাল উকিলে বলে কলে কৌশলে

নৌকা শুদ্ধু রাখিব বান্ধিয়ারে

মাঝীরে তোর নৌকার ঢেউ লাগিয়া 


আমার কাংখের কলসী গিয়াছে ভাসি

মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে (২)



Share This