ভালো অভিজ্ঞতার জন্য Opera Mini/UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'Opera Mini' or 'UC Browser' for better Experience.

আমার গায়ে যত দুঃখ সয় বন্দুয়া‌রে কর তুমার লি‌রিক | Amar Gaye Joto Dokkho Soy Lyric

bari siddiki song lyric



- ওস্তাদ বারী সিদ্দিকী



আমার গায়ে যত দুঃখ সয়..

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়(২)



নিঠুর বন্ধু রে.. 

বলেছিলে আমার হবে

মন দিয়াছি এই ভেবে

সাক্ষী কেউ ছিলোনা সে সময়,

সাক্ষী শুধু চন্দ্র তারা..

একদিন তোমি পড়বে ধরা রে বন্ধু

ত্রিভুবনের বিচার যেদিন হয় (২)



নিঠুর বন্ধু রে

দু:খ দিয়া হিয়ার ভিতর

একদিনও না লইলে খবর

এইকি তোমার প্রেমের পরিচয়

ও বন্ধুরে..

মিছামিছি আশা দিয়া..

কেন এ প্রেম শিখাইলা রে বন্ধু

দূরে থাকার উচিত কি আর হয় (২)



বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়(২)



পাষাণ বন্ধুরে..

বিচ্ছেদের বাজারে গিয়া

তোমারও প্রেম বি‌ক্রি দিয়া

করবনা প্রেম আর যদি কেউ কয় 

ও বন্ধুরে...

উকিলের হয়েছে জানা..

কেবলি চোরের কারখানা, রে বন্ধু

চোরে চোরে ১৬ আলা হয় (২)



ও বন্ধুরে...

আমার গায়ে যত দুঃখ সয়..

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়(২)





Share This