গেয়েছেন- গামছা পলাশ
একদিন মাঁটির ভিতরে হবে ঘর, রে মন আমার
কেন বান্ধ দালান ঘর, রে মন আমার
কেন বান্ধ দালান ঘর (২)
প্রান পাঁখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে..
ধরা-ধামে সবই রবে তুমি যাবে চলে
বন্ধু-বান্ধব যতো মাতা পিতা তারা সুত
সকলিই হবে তোমার পর, রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
দেহ তোমার চর্ম-চর গলে পঁচে যাবে
শিরা উপ-শিরা গুলু ছিন্নভিন্ন হবে
মণ্ডু মেরুদণ্ড সবি হবে খন্ড খন্ড (২)
পড়ে রবে মাটির ও উপর, রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রুপেইরি গৌরবে সাজিয়াছ সাজ..
সোন দানা কত্ত কি আর রাজকিয় পোশাক
যেদিন , প্রাণ চলে যাবে সবই পড়ে রবে
গায়ে দিবে মার-কিনুথন রে মন আমমার
কেন বান্ধ দালান ঘর