গানের নামঃ ব্যবসার পরিস্থিতি
কণ্ঠঃ আলী হাসান , সাদী, মানাম , আমীন আলি, উদয়, রাকীব হাসান , মারুফ , সিয়াম হাওলাদার ও রিজন
কথা ও সুরঃ আলী হাসান
ভাই,
কন্নী কত?
১২০ টাকা।
দিয়া দাও করুম নে কালকে দেখা
কলাদা, রুটী নামা গলাদা
ভাইয়ের জায়গায় ভাই আছস
ব্যবসার হিসাব আলাদা
সরম দিলা ভাইরে
ভাই আছত বাইরে
লাখ টাকা খাওয়াইয়া দিমু
দোকানের বাইরে।
কী খবর.… আলী মিয়া
চিল্লাইতাস কি নিয়া ? ?
কন্নি দিয়া বন্নি করুম
খেলা শুরু বাকি দিয়া (ও ….)
মানুষ ত মনে করে হুদা হুদী চেতি ( আচ্চা...…)
আহেন ভাই , বহেন কই
ব্যবসার পরিস্থিতি
ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিতি তিতি
আ আ তিতি তিতি
বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই,
মাগার কেমনে ধরুম ভাই?
কন ত টুক্কুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন ত টুক্কুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই ?
কন তো টু্ক্কুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই ?
ভাই এত্তলা টাকা এডভান্স দিয়া
নিজের শইলের শ্রম দিয়া
ব্যবসা কইরা কী লাভ মিয়া?
টেকা ঘুরাই বাকী নিয়া!
দেহাইতে হয় ময়না টিয়া
খাওয়াইতে হয় কাউয়া দিয়া।
কথাটা হুনতে খারাপ
ব্যবসার ব্যবসা নিয়া|
কী ও...বড় ভাই
আপনের দেহী খবর নাই,
ভাবতাছি হারাইয়া গেছেন,
নাকী বাল মইরাই গেছেন,
দূরও মিয়া কি কইতাছেন,
দূরও মীয়া কী কইতাছেন ?
কওয়ার তো কারণ আছে
বাকী টেকার খবর নাই
টেকা দিবেন কবে? ?
আজকে নাইলে কালকে
ট্যাকা দিবি আজকে,
বাকি নিয়া খাস-ক্যা?
আজ-কে নাইলে কালকে
আর কালকে নাইলে পরশু
পর-শু নাইলে তস্যু,
হালার আমরা কী নস্যু ?
আছে নেহি ফেবিকলের
৪০ মি.লি. আঠা ?
আছে তো একদাম
সত্তর টাকা দাদা,
ধোউত মীয়া পাগল হইছেন ??
কী কইতাছেন যা তা?
রেট দিলাম বাটা,
সালা তারপরও কছ টাটা?
ভাই ৬০ টাকায় দিলে দেন,
না দিলে মাল রাইখ্যা দেন
আপনার টাকা মোড়াইয়্যা,
জায়গা মতো রাইখ্যা দেন।
ফুটুনি করতে আহে
ভালো মন্দ চিনে না,
আইয়া খালি আতায় বাজান
দাম হুইনা আর কিনে না..
কী খবর বস ???
তোর বসে খাইছে লস,
বারো ইঞ্ছিতে এক ফুট
তিন ফুটে এক গজ,
লস খাইয়া গজ চিনবেন
ব্যবসা এতো সোজা বস??
আমি খাইছি ব্যবসায় লস ,
আমার লগেই মজা লস ??
মালের দাম কী কমছে?
নাকি আগের থেইকা জমছে?
হ আপনার লাইগ্যাই কমছে
সত্যি কস কমছে??
সত্যি কস কমছে??
মালের দাম কি কমছে?
এদেশে কী মালের দাম,
ভাই, বাড়া ছাড়া কমছে?
দূরও.. এমন একটা লাইট দিলেন
লাইটটা গেলো কাইট্টা,
আমার আবার এতো দূরে
আসা লাগলো হাইট্টা
তোমার লাইট তো কাইট্টা
মাইনসের টা যায় ফাইট্টা,
ওরে ডেইট দিয়ে , ঠেইট দিয়া
চেন্স কইরা দে লাইটটা,
কিছু কিছু প্রোডাক্ড আছে
মায়ে বানায় পুতে বেচে,
কোম্পানি গারাইয়েচে
দোকানদার পড়ে প্যাঁচে,
কাস্টমার বেশী বুঝে
নিজের দোষে পেলেট মুছে,
প্রথমে আইয়াই জিগাই
প্রাইসের ভিতর সার্ভিস আছে??
কীরে যৌবন লাল ?
দুই পাউন্ড রং দে লাল
মালের সিলিপ করুম,
মালিকরে কদ্দুর বরোম ??
আইজকা বেশী বোরুম,
তোগো ভাই পেট না শো-রুম ??
ওগো তো খাইয়া অন্যাই,
আর আমি না খাইয়াই ঘুরোম ,
আরেকদিন আরেক হালায়
কীন্না নিচে রশি,
রশি কিন্না যেই কাম করছে
রশি বেইচ্চা দোষি,
ব্যবসা হইলো টোপের খেলা
টোপের ভিতরে বস্যি,
১৫০ টাকার ছাগল টানতে,
২০০ টাকার রশি|
ব্যবসার যে পরিস্থীতি
মুরগী খুঁজি তিতি তিতি,
আ আ তীতি তিতী
বাপ দাদার আমলের স্মৃতি,
ধইরা রাখ-তে চাই
মাগার কেমনে ধরুম ভাই??
কন তো টুক্কুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই,
কন তো টুকুর টাক্কুর সদাই বেইচা
কয় টাকা কামাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামা-ই??
ভাই,
ব্যবসার যে পরিস্থিতি
উল্টা নিজেই তিতি তিতি,
আ আ তিতি তিতি
বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই,
মাগার কেমনে ধরুম ভাই?
কন তো টুক্কুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই?
কন তো টুক্কুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই ???